রবিবার, ২৩ আগস্ট, ২০০৯

ডাক দিয়াছেন দয়াল

(হায়রে) ডাক দিয়াছেন দয়াল আমারে
রইব না আর বেশি দিন তোদের মাঝারে।।
ও (আমি) চলতে পথে দু'দিন থামিলাম
ভালোবাসার মালাখানি গলে পরিলাম।
আমার সাধের মালা যায় রে ছিঁড়ে।।
ও (আমি) কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারও দেখা না পাইলাম।
আমার সঙ্গের সাথী কেউ হইলো না রে।।

[গানটি গেয়েছেন এ্যান্ড্রু কিশোর]

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য:

  1. আমার অত্যন্ত প্রিয় একটা গান। ফুয়াদের মিউজিকে এটার একটা রিমিক্স ভার্সনও আছে। সেটাও চমত্কার হয়েছে।

    উত্তরমুছুন