ছোট ছোট স্বপ্নের নীলে
কখনো রোদ্দুর বৃষ্টি।
জীবনের চাকা গেছে আঁকা-বাঁকা
সৃষ্টি বা অনাসৃষ্টি।
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।।
কখনো আলো-ছায়ার খেলা
কখনো শুধুই আঁধার।
কোথাও থামে ভেজা সহনি
কোথাও ফুলের বাহার।
কোথাও চেতনা পাহাড় ভাঙ্গে
কোথাও বিপন্ন কৃষ্টি।
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।।
কখনো হৃদয় ভাঙ্গার খেলা
কখনো সেতু গড়ার।
কখনো নিজ নিকতনে মন
কখনো কখনো সবার।
কোথাও চাওয়ার হিসেব মেলে না
কোথাও না পাই সন্তুষ্টি।
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।।
[গানটি গেয়েছেন নচিকেতা]
{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
Thanks.....nice site
উত্তরমুছুন