শনিবার, ৮ আগস্ট, ২০০৯

বসন্ত বাতাসে সই গো

বসন্ত বাতাসে সই গো
বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ
আমার বাড়ি আসে।।
বন্ধুর বাড়ির ফুলবাগানে
নানান রঙের ফুল
ফুলের গন্ধে মন আনন্দে
ভ্রমর হয় আকুল।।
বন্ধুর বাড়ির ফুলের বন
বাড়ির পূর্বধারে
সেথায় বসে বাজায় বাঁশী
মন নিল তার সুরে।।
মন নিল তার বাঁশীর তানে
রূপে নিল আঁখী
তাইতো পাগল আব্দুল করিম
আশায় চেয়ে থাকে।।

[গানটি গেয়েছেন শাহ আবদুল করিম]

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] জননী বন্ধু হতে চেয়ে বসে আছি পথ চেয়ে বসন্ত বাতাসে সই গো বড় আশা করে বড় সাধ জাগে বাউল মন [...]

    উত্তরমুছুন