শুক্রবার, ৭ আগস্ট, ২০০৯

দুটি মন আর

দুটি মন আর নেই দুজনার
রাত বলে আমি সাথী হব যে
ফাগুনের রাতে আমি
রূপকথা হয়ে কাছে রব যে।।
ফুল বলে রঙে আর ছেও না
পাখি বলে আর গান গেও না
আমাদের মিতালীর মায়াতে
কানে কানে কত কথা কব যে।।
শুকতারা বলে আমি আছি
তাই দিশাহারা হতে আর ভয় কি
পাছে ঘুম ঝরে পড়ে দুচোখে
হাসি মুখে তাই জেগে রব যে।।

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] ছিল শিখা ছিল দুর্গম গিরি কান্তার মরু দুটি মন আর দে মা দেখা দোলে দোদুল [...]

    উত্তরমুছুন