সোমবার, ১৩ জুলাই, ২০০৯

এখন অনেক রাত

এখন অনেক রাত
খোলা আকাশের নীচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে।।
আবেগী এমন রাতে
ভুল করে এই পথে
এসে যদি ফিরে যাও
আমায় না পেয়ে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে।।
চলে যাওয়া সেই পথে
ঝিরিঝিরি বাতাসে
আমার এই মন কাঁদে
তোমায় না পেয়ে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে।।

[গানটি গেয়েছে এল আর বি]

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] একবার যদি কেউ এক সাগর রক্তের বিনিময়ে এখন অনেক রাত এখনো সেই বৃন্দাবনে এখানে দুজনে [...]

    উত্তরমুছুন