আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো।।
হাওয়ার গল্প আর
পাখীদের গান শুনে শুনে
আজ এই ফাল্গুনে
দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো।।
এসো আজ সারাদিন
বসে নয় থাকি পাশাপাশি
আজ শুধু ভালোবাসা বাসি
শুধু গান আর হাসাহাসি।।
রঙের বরষা ঐ
নেমেছে যে দেখো ফুলে ফুলে
দুটি হাত তুলে
আমাকে আরো কাছে ডাকো।।
[গানটি গেয়েছেন কিশোর কুমার]
{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
[...] আছেন আমার মোক্তার আজি মনে মনে জাগে আজ এই দিনটাকে আজব দেশের ধন্য রাজা আজ মন চেয়েছে [...]
উত্তরমুছুন