বৃহস্পতিবার, ২ জুলাই, ২০০৯

কেউবা বলে ধানের দেশ

কেউবা বলে ধানের দেশ
কেউবা বলে গানের দেশ
আমরা বলি প্রাণের দেশ...বাংলাদেশ।
লক্ষ কোটি প্রাণের দেশ...বাংলাদেশ।।
বাংলাদেশকে ভালোবেসে
আমাদেরই ভাই-বোনেরা
প্রাণ দিয়েছে হেসে হেসে
সেই লক্ষ জীবন দানের দেশ...বাংলাদেশ।।
সেই শহীদের স্মৃতি ঘেরা
আমাদেরই দেশটা হবে
সকল দেশের চেয়ে সেরা
সেই নতুন আহবানের দেশ...বাংলাদেশ।।

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

৩টি মন্তব্য: