বেল ফুল এনে দাও চাই না বকুল
চাই না হেনা, আনো আমের মুকুল।।
গোলাপ বড় গরবী
এনে দাও কবরী
চাইতে যুথী আনো টগর-কি ভুল।।
কি হবে কেয়া, দেয়া নাই গগনে;
আনো সন্ধ্যামালতী গোধুলী-লগনে।
গিরি-মল্লিকা কই'
চামেলী পেয়েছে সই
চাঁপা এনে দাও, নয় বাঁধব না চুল।।
{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
[...] বাংলার বৌদ্ধ বিচারপতি তোমার বিচার বেল ফুল এনে দাও ব্যারিকেড বেয়নেট বেড়াজাল ব্রজ [...]
উত্তরমুছুন