যায় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে
দেহের কূলে কে চঞ্চলা দিগঞ্চলা
মেঘ-ঘন-কুন্তলা।
দেয় দোলা পূব-সমীরণে
বনে বনে দেয় দোলা।।
চলে নাগরী দোলে ঘাগরী
কাঁখে বরষা-জলের গাগরী
বাজে নূপুর-সুর-লহরী
রিমি ঝিম্, রিম্ ঝিম্, রিম্ ঝিম্ চল-চপলা।।
দেয়ারী তালে কেয়া কদম নাচে
ময়ূর-ময়ূরী নাচে তমাল-গাছে।
এলায়ে মেঘ-বেণী কাল-ফণী
আসিল কি দেব-কুমারী
নন্দন-পথ-ভোলা।।
{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
[...] বল যাবার বেলা ফেলে যারে হাত দিয়ে যায় ঝিলমিল ঝিলমিল যেখানে সাঁর [...]
উত্তরমুছুন