বুধবার, ১০ ডিসেম্বর, ২০০৮

আমি এত যে তোমায়

আমি এত যে তোমায় ভালোবেসেছি
তবু মনে হয় এ যেন গো কিছু নয়
কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়।।
তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে ওই
তোমার আঁধারে ওগো যে হাসির মধুমাখা ফোটে ওই
তারা এ অভিমান বোঝে না আমার
বলে তুমি যে আমায় ভালোবেসেছ
শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়
কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়।।
তুমি তো জানো না ওগো তোমার প্রাণের ওই সুরের কাছে
আমার গানের বাণী আহত পাখির মতো লুটায়ে আছে
তবু এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পড়ালে
যে মাধুরী দিয়ে মোর শূণ্য জীবন তুমি ভরালে
তারা এ দীনতাটুকু দেখে না আমার
বলে তুমি তো আমায় ভালোবেসেছ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন