শুধু গান গেয়ে পরিচয়
চলার পথে ক্ষণিক দেখা
একি শুধু অভিনয়।।
এই অবুঝ মনে কে যে ক্ষণে ক্ষণে
চুপি চুপি দোলা দেয়
ওগো জোছনা তুমি বলো না
কেন যে উতলা এ হৃদয়।।
জানি সাঁঝের বেলা ফেলে সকল খেলা
নীড়ে পাখি ফিরে যায়
তবু আকাশে, গানের আভাসে
চলারো কাহিনী লেখা রয়।।
{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
[...] একটি মুজিবরের থেকে শুকনো পাতার নুপূর শুধু গান গেয়ে শুভ্র সমুজ্জ্বল, হে চির শূণ্য এ বুকে [...]
উত্তরমুছুন