মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হলো বলিদান,
লেখা আছে অশ্রুজলে।।
কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা,
বন্দীশালার ওই শিকল ভাঙ্গা
তাঁরা কি ফিরিবে আজ সুপ্রভাতে
যত তরুণ অরুণ গেছে অস্তাচলে।।
যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানেন
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি
এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি।
যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা,
মৌল মলিন মুখে জোগালো ভাষা
আজি রক্ত কমলে গাঁথা মাল্যখানি
বিজয় লক্ষ্মী দেবে তাঁদেরই গলে।।
[গানটি লিখেছেন কৃষ্ণ চন্দ্র দে এবং সুর করেছেন সমর দাস]
{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
[...] মানুষ মানুষের জন্য মিলন হবে কত দিনে মুক্তির মন্দির সোপানতলে মোদের এই শিকল মোমের পুতুল মমীর মোর [...]
উত্তরমুছুনThis song was written by Mohini Chowdhari and ist song by Krishna Chandra Dey
উত্তরমুছুনganti likhachhan mohini chowdhari ebong gayachhan k c dey
উত্তরমুছুন