আমার সারা দেহ খেওগো মাটি
এই চোখ দুটি মাটি খেও না
আমি মরে গেলেও তারে দেখার স্বাধ
মিটবে নারে মিটবে না।
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না।।
ওরে ইচ্ছা করে বুকের ভেতর
লুকিয়ে রাখি তারে
যেন না পারে সে যেতে আমায়
কোনো দিনও ছেড়ে।
আমি এই জগতে তারে ছাড়া
থাকবো নারে থাকবো না।।
ওরে এই না ভুবন ছাড়তে হবে
দু'দিন আগে-পরে
বিধি একই সঙ্গে রেখো মোদের
একই মাটির ঘরে।
আমি ঐনা ঘরে থাকতে একা
পারবো নারে পারবো না।।
[গানটি লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং গেয়েছেন এ্যান্ড্রু কিশোর]
{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
[...] মধ্যেখানে আমার ভাইয়ের রক্তে রাঙানো আমার সারা দেহ আমার স্বপ্নে দেখা আমার সোনার বাংলা [...]
উত্তরমুছুন