শনিবার, ৬ ডিসেম্বর, ২০০৮

পাহাড়ের কান্না দেখে

পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরণা বলো
ওই পাহাড়টা বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
ধরতে বুকে এক ফোটা জল
কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল
তোমরা দেখো বৃষ্টি নুপূর
দেখোনা, আঘাত ছাড়া মেঘ তো গলে না
ওই কালো মেঘ বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
ফুটতে বনে এক গোছা ফুল
কেউ জানে না কি আগুনে রঙের নেশায় হলো আকুল
তোমরা দেখো মিষ্টি বরণ
দেখোনা, দহন ছাড়া অগ্নি জ্বলে না
ওই ফোটা ফুল বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] প পাগলা মনটারে তুই পাবে সামান্যে কি পাহাড়ের কান্না দেখে পিচ ঢালা এই পিরীত করিয়ে পিরীত পূর্ব [...]

    উত্তরমুছুন