জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি
সব কিছু ভুলে যেন করিলেম দেন
তুমিও তো বেশ আছো, ভালোই আছো
কবিতায় পড়া সেই বনলতা সেন।।
টানা টানা চোখে কালি পড়েনি কোন
হাসলেও গালে টোল পড়ে এখনো
কি জাদু জানো তা বিধাতা জানেন
কবিতায় পড়া সেই বনলতা সেন।।
পরিপাটি বেশবাস তেমনি আছে
ঘটনার কোন রেশ নেই তো কাছে
এভাবে সবাই কি থাকতে পারে
কবিতায় পড়া সেই বনলতা সেন।।
{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
[...] জয় জাত গেল জাত গেল জানালার কোল ঘেষে জীবনানন্দ হয়ে সংসারে জীবনের ছককাটা [...]
উত্তরমুছুন