শনিবার, ২২ নভেম্বর, ২০০৮

এই কূলে আমি

এই কূলে আমি আর ওই কূলে তুমি
মাঝখানে নদী ওই বয়ে চলে যায়
তবুও তোমার আমি পাই ওগো সাড়া
দুটি পাখি দুটি কূলে গান যেন গায়।।
যুগে যুগে তুমি মোরে, বেঁধেছিলে ফুল ডোরে
তাই আজ বসে থাকি আশায় আশায়।।
দূরে আছো তবু কথা হয় বিনিময়
জানো না তো কি নিবিড় এই পরিচয়।
দেখি আমি চোখ মেলে, মনেরও মাধুরী ঢেলে
তুমি যে গো ভেসে এলে প্রাণের খেয়ায়।।

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন