শুক্রবার, ২২ আগস্ট, ২০০৮

দে মা দেখা

দে মা দেখা সময় কালে
তুমি হর্তা কর্তা সর্বকালে।।
যে তোমারে পূজা করে
সে থাকে সদা কুশলে
কর্ম ধর্ম সকল তুমি
জানবে লোকে কালে কালে।।
তুমি যারে ভালোবাস
মরণ নাই তার কোনো কালে
মৃত্যুঞ্জয়ী নাম ধরো
মৃত্যু পালায় নাম শুনিলে।।
দয়াময়ের রাজ্যে তুমি
আছো মাগো কৌতূহলে
আমি হিসেব করে দেখলাম আবার
জগৎ আছে তোমার কোলে।।
দয়াময়ের নামটি তোমার
দেও মা আমার হৃদ কমলে
আমি জন্ম দুঃখ দিয়া বিদায়
পড়ে থাকব চরণ তলে।।

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য: