এখনো সেই বৃন্দাবনে
বাঁশি বাজে রে।
ঐ বাঁশি শুনে বনে বনে
ময়ূর নাচে রে।।
এখনো সেই রাধারাণী
বাঁশির সুরে পাগলিনী
অষ্টসখী শিরমণি
নব সাজে রে।।
এখনো সেই ধেনুগুলি
গোচারণে উয়ায় ধূলি
সব রাখালে হুলাহুলি
নব সাজে রে।।
আশা ছিল মনে মনে
যাব আমি বৃন্দাবনে
ভবা পাগলা মায়ের কোলে
কোন সাধনায় রে।।
{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
[...] এক সাগর রক্তের বিনিময়ে এখন অনেক রাত এখনো সেই বৃন্দাবনে এখানে দুজনে নির্জনে এগো মইলা এটাই [...]
উত্তরমুছুন