মঙ্গলবার, ১২ আগস্ট, ২০০৮

ও মাঝি নাও ছাইরা

ও মাঝি নাও ছাইরা দে
ও মাঝি পাল উড়াইয়া দে
গা মাঝি গা কোনো গান।।
একদিন তোর নাও মঝি
ভাসবে নারে নীল নদীর জলে
সেদিন তোর গান মাঝি
শুনবেনা কেউ গাইবে না বলে
গায়ের নৌকা ছাইরা দিবে সুর।।
যন্ত্রের নাও ধোঁয়া ছাইরা
করবে আধার নীল আকাশটারে
সেই দিন তোর নাও মাঝি
শূণ্য হয়ে থাকবে রে পাড়ে
চলরে মাঝি যাই রে বহুদূর।।

[গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন]

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য: