বুধবার, ৩০ জুলাই, ২০০৮

এ নদী এমন নদী

এ নদী এমন নদী
জল চাই একটু যদি
দু'হাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে।
এ প্রিয়া এমন প্রিয়া
সোহাগে ভরলে হিয়া
কেবলি কেবলি বিদ্রুপ আর বাঁকা কথাই বলতে থাকে।।
এ প্রিয়ার চোখের পাতা
ছায়াতে হয় না কালো।
কখনো নয়ন তারায়
ঝরে না স্নিগ্ধ আলো
শুধু যে জ্বলে আগুন
তবু তার এমনি গুণ
পুড়বে জেনেও মন যে আমার
তাকেই ডাকে, তাকেই ডাকে।।
এ প্রিয়ার নেই কো জানা
ক্ষমা যে কাকে বলে
মমতা করুণা সে
যতনে এড়িয়ে চলে।
গরলে ভরা সে প্রাণ
তবু তার এমনি টান
মরবে জেনেও এ প্রাণ আমার
চায় যে তাকে, চায় যে তাকে।।

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

২টি মন্তব্য:

  1. প্রজ্ঞা মৌসুমী৯ অক্টোবর, ২০১০ এ ৩:২৮ AM

    সুন্দর একটি গান। “সে য্ত না এড়িয়ে চলে”। এখানে আসলে শব্দটা “যতনে” (যত্নে) হবে।

    উত্তরমুছুন
  2. ধন্যবাদ ভুলটি ধরিয়ে দেবার জন্য।

    উত্তরমুছুন