মঙ্গলবার, ৮ জুলাই, ২০০৮

বসে আছি পথ

বসে আছি পথ চেয়ে
ফাগুনেরও গান গেয়ে
যত ভাবি ভুলে যাবো
মন মানে না।।
বেদনার শতদলে স্মৃতিরও সুরভি জ্বলে
নিশীথেরও মন বিনা সুর জানে না।।
আজ তুমি নেই সাথে
ভুলে থাকা ছলনাতে
মনে মনে ভাবি শুধু তোমারি কথা
পাওয়া না পাওয়ার মাঝে
অচেনারও সুর বাজে
সুরভিত বিরহের মর্ম ব্যথা।
তুমি ওগো তুমি মোরে
বেঁধেছ যে মায়া ডোরে
সে বাঁধনে দু'নয়নে
ঘুম আসেনা।।

[গানটি লিখেছেন বিমল ঘোষ আর গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়]

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন