কে কথা কয় রে দেখা দেয় না?
নড়ে চড়ে হাতের কাছে
খুঁজলে জনমভর মেলে না।।
খুঁজি তারে আসমান জমিন
আমারে চিনি না আমি,
এ বিষম ভ্রমের ভ্রমি
আমি কোন্ জন, সে কোন্ জনা।।
হাতের কাছে হয় না খবর,
কি দেখতে যাও দিল্লির শহর!
সিরাজ সাঁই কয়, লালন রে তোর
সদাই মনের ঘোর গেল না।।
{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
[...] কেউ কোনোদিন আমারে কেউবা বলে ধানের দেশ কে কথা কয় রে কে বিদেশী বন [...]
উত্তরমুছুন