বড় আশা করে এসেছি গো
কাছে ডেকে লও
ফিরাইও না জননী।
দিনহীনে কেহ চাহে না
তুমি তারে রাখিবে জানি গো।
আর আমি যে কিছু চাহিনে
চরণও তলে বসে থাকিব,
আর আমি যে কিছু চাহিনে
জননী বলে শুধু ডাকিব ।
তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়
কেঁদে কেঁদে কোথা বেড়াব
ঐ যে হেরী
তমশ ঘন ঘরা
গহন রজনী ।
{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
[...] কথা কও বঙ্গ আমার জননী বসে আছি পথ চেয়ে বড় আশা করে বড় সাধ জাগে বাউল মন বাগিচায় বুলবুলি [...]
উত্তরমুছুনkhub sundar legeche apnade sankolon
উত্তরমুছুন