জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি
সবি দেখি তা না-না-না।।
আসবার কালে কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে,
কি জাত হবা যাবার কালে
সে কথা ভেবে বল না।।
ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি
এক জলেই সব হয় গো শুচি,
দেখে শুনে হয় না রুচি
যমে তো কাকেও ছাড়বে না।।
গোপনে যে বেশ্যার ভাত খায়,
তাতে ধর্মের কি ক্ষতি হয়।
লালন বলে জাত কারে কয়
এ ভ্রম তো গেল না।।
{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
many many thanks for the effort.
উত্তরমুছুন[...] মরিতে হবে জয় বাংলা বাংলার জয় জাত গেল জাত গেল জানালার কোল ঘেষে জীবনানন্দ হয়ে [...]
উত্তরমুছুন