তারা এ দেশের সবুজ ধানের শীষে
চিরদিন আছে মিশে।।
উদাসী মাঝির গানে
বাউলের ভীরু প্রাণে
দোয়েল শ্যামার শিসে
চিরদিন আছে মিশে।।
গুরু গুরু মেঘে কাদের কন্ঠ শুনি
রক্তে তখন নেচে ওঠে কত ফাল্গুনী
সকল পথের বাঁকে
তারা আমাদের ডাকে
দিগন্তে দিশে দিশে
চিরদিন আছে মিশে।।
উদাসী মাঝির গানে
তারা আমাদের টানে
দোয়েল শ্যামার শিসে
চিরদিন আছে মিশে।।
[গানটি লিখেছেন ড. মোহাম্মদ মনিরুজ্জামান]
{গানটি পড়া না গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন