শনিবার, ৫ এপ্রিল, ২০০৮

নোঙর তোল তোল

নোঙর তোল তোল সময় যে হোল হোল
     হাওয়ার বুকে নৌকা এবার
     জোয়ারে ভাসিয়ে দাও
শক্ত মুঠির বাঁধনে বজরা বাঁধিয়া নাও
সম্মুখে এবার দৃষ্টি তোমার পেছনের কথা ভোল
     দূর দিগন্তে সূর্য রথে
     দৃষ্টি রেখেছে স্থির
     সবুজ আশার স্বপ্নেরা আজ
     নয়নে করেছে ভিড়
     হৃদয়ে তোমার মুক্তি আলো
     আলোর দুয়ার খোলো।

[গানটির কথা লিখেছেন নঈম গওহর]

{গানটি পড়তে না পারলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন