বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০০৮

আমি যে ভাই যাদুওয়ালা

আমি যে ভাই যাদুওয়ালা দেখাই যাদু
বাড়ি আমার চাঁদের দেশে হা-হা,
               আমি চাঁদেরি দাদু।।
ঝোলার ভিতর আছে আমার হরেক রকম ম্যাজিক
খোকা খুকু দেখো দেখো ব্যাঙ হবে শালিক
আম পাতা কই মাছ হয়ে যাবে ভাই
হাতের মাটি হয়ে যাবে ফু দিলে লাড্ডু।।
আমার যাদু বেচি আমি দেশে দেশে ঘুরে
ঝোলা খালি হলে যাবো চাঁদের দেশে উড়ে।
যাদু দিয়ে বানাই আমি পুতুল থেকে মানুষ
রুমাল গেলো ঝোলার ভিতর বেরিয়ে এলো ফানুস
হাতী ঘোড়া বাঘ ভাল্লুক যাদু দিয়ে বানাই
কিনবে নাকি জলদি এসো দু'আনা নেবো শুধু।।

[গানটির কথা ও সুর করেছেন এ.এফ.এম. আলিমউজ্জামান]

{গানটি পড়া না গেলে বিকল্প লিংক}
{If you can’t read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] আমি বাংলায় গান গাই আমি মেলা থেকে আমি যে ভাই যাদুওয়ালা আমি সরকারী অফিসার আমরা কচি আমরা কাঁচা [...]

    উত্তরমুছুন