সোমবার, ২১ এপ্রিল, ২০০৮

একতারা তুই দেশের কথা

একতারা তুই দেশের কথা
   বলরে এবার বল
আমাকে তুই বাউল করে, সঙ্গে নিয়ে চল
জীবন মরণ মাঝে, তোর সুর যেন বাজে।।
একটি কথা আমি শুধু বলে যেতে চাই
বাংলা আমার সুখে-দুখে হয় যেন গো ঠাই রে।।
একটি গান আমি শুধু গেয়ে যেতে চাই,
বাংলা আমার, আমি যে তার
   আর তো চাওয়া নাই রে।।
প্রাণের প্রিয় তুমি, মোর সাধের জন্মভূমি
     তোমায় বরণ করে
        যেন যেতে পারি মরে।।

{গানটি পড়া না গেলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] ছল এই সুন্দর স্বর্ণালী একটা গান লিখো একতারা তুই দেশের কথা একবার যদি কেউ এক সাগর রক্তের বিনিময়ে [...]

    উত্তরমুছুন