মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০০৮

খেলিছে জলদেবী

খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে।।
জল ছল ঊর্মী নূপুর শ্রোতনীরে বাজে সুমধুর
জল চঞ্চল ছল কাঁকন কেউর
    ঝিনুকের মেখলা কটিতে দোলে।।
আনমনে খেলে চলে বালিকা
খুলে পড়ে মুকুতা মালিকা
হরষিত পারাবারে ঊর্মী জাগে
    লাজে চাঁদ লুকালো গগন তলে।।

{গানটি পড়া না গেলে বিকল্প লিংক}
{If you can’t read it, click here}

1 টি মন্তব্য: