শুক্রবার, ২৮ মার্চ, ২০০৮

আমার সোনার বাংলা

বাংলাদেশের জাতীয় সংগীত "আমার সোনার বাংলা"র গীতিকবিতা:

আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস
আমার প্রাণে বাজায় বাঁশি।

ও মা, ফাগুনে তোর আমের বনে
ঘ্রাণে পাগল করে--
(মরি হায়, হায় রে)
ও মা, অঘ্রাণে তোর ভরা খেতে,
(আমি) কি দেখেছি মধুর হাসি।।

কী শোভা, কী ছায়া গো,
কী স্নেহ, কী মায়া গো--
কী আঁচল বিছায়েছ
বটের মূলে, নদীর কূলে কূলে।।

মা তোর মুখের বাণী
আমার কানে লাগে
সুধার মতো--
(মরি হায়, হায় রে)
মা, তোর বদনখানি মলিন হলে
আমি নয়ন জলে ভাসি।।

{এটি দেখতে না পারলে বিকল্প লিংক}
{If you can't read it, click here}

1 টি মন্তব্য:

  1. [...] আমার সারা দেহ আমার স্বপ্নে দেখা আমার সোনার বাংলা আমায় গেঁথে দাওনা আমি এক বাংলার আমি [...]

    উত্তরমুছুন